‘চোকার্স’ তকমা মুছে ভারতকে হারিয়ে শিরোপা জেতার আশায় দক্ষিণ আফ্রিকা

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর ফাইনাল ম্যাচে মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও ভারত। দশ বছর পর এই আসরের ফাইনালে উঠলো ভারত, এদিকে দক্ষিণ আফ্রিকা নিজেদের ক্রিকেট ইতিহাসে এই প্রথম শীর্ষ কোনও পুরুষ দলের আইসিসি ইভেন্টের ফাইনালে উঠলো।

বারবাডোজে বাংলাদেশ সময় শনিবার রাত ৮:৩০ মিনিটে এই ম্যাচটি শুরু হতে যাচ্ছে। এর আগে দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেট দল নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলেছিল।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ট্রফির দিক থেকে ভারত সমৃদ্ধ। ১৯৮৩ সালে ওয়ানডে বিশ্বকাপ দিয়ে শুরু, ২০০৭ এ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ সালে আবারো ওয়ানডে বিশ্বকাপ এবং ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল দলটি।

এদিকে দক্ষিণ আফ্রিকার ট্রফি ক্যাবিনেট ফাঁকা। ১৯৯৮ সালে ঢাকায় অনুষ্ঠিত নক আউট কাপ ছাড়া আর কিছুই জেতা হয়নি দলটির, ফাইনাল খেলা তো এই প্রথম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *