জাতিসংঘের মানবাধিকার কমিশনকে সব ধরনের সাহায্য-সহযোগিতার আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (২৭ আগস্ট) জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিনিধি দলের দলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান উপদেষ্টা।
জাহাঙ্গীর আলম বলেন, জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাতে এসেছিলেন। আমরা তাদের নিশ্চয়তা দিয়েছি, যেকোনো ব্যাপারে যেকোনো ধরনের সাহায্য-সহযোগিতা দরকার, আমরা তাদের সাহায্য সহযোগিতা করবো।
উপদেষ্টা বলেন, আমরা তাদের আরেকটি অনুরোধ করেছি, যেন জাতিসংঘ মিশনে আমাদের আরও বেশি করে পুলিশ, আর্মি এবং অন্যান্য বাহিনীর সদস্যরা যেতে পারেন।