ঢাকা- ১১ আসনের বাড্ডা থানা নাগরিক ঐক্য কর্তৃক আয়োজিত, নতুন বাংলাদেশ গড়ার লক্ষে গনতান্ত্রিক, মানবিক ও কল্যাণ রাষ্ট্র করার প্রত্যাশায় নাগরিক ঐক্য যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত। অনুষ্ঠানের শুরুতে মোহাম্মদ সামছুজ্জামান কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন, বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলনের প্রধান সমন্বয়ক গোলাম সরওয়ার পিন্টুর শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে, ছাত্রনেতা গোলাম মোস্তফা ব্যানার্জির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সভাপতি জনাব মাহমুদুর রহমান মান্না ও কেন্দ্রীয় অন্যান্য নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, দেশ আজ স্বৈরাচারী সরকার মুক্ত, মানুষ উন্মুক্ত ভাবে স্বাধীন ভাবে কথা বলতে পারে, স্বৈরাচারী সরকার বিরোধী আন্দোলন দীর্ঘ মেয়াদি হলেও পরিশ্রমের ফল আজ আমরা পেয়েছি, নাগরিক ঐক্য যেভাবে এগিয়ে যেতে পারে আপনাদের পাশে থাকা একান্ত কামনা করছি।
আজিজ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি আয়োজন করেন সাংবাদিক রিন্টু হাসান।