নৌপরিবহন অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী নাজমুল হক ও তাঁর স্ত্রী কারাগারে

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় নৌপরিবহন অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী এস এম নাজমুল হক ও তাঁর স্ত্রী সাহেলা নাজমুলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন আজ মঙ্গলবার এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) মীর আহমেদ আলী সালাম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২ কোটি ৬৪ লাখ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় আজ এস এম নাজমুল হক ও সাহেলা নাজমুল আদালতে আত্মসমর্পণ করেন। দুদকের পক্ষ থেকে তিনি জামিনের বিরোধিতা করে আদালতে যুক্তি উপস্থাপন করেন। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত দুজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

দুদক সূত্র বলছে, ২ কোটি ৬৪ লাখ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গত বছরের ৩০ জুলাই এস এম নাজমুল হক ও সাহেলা নাজমুলের বিরুদ্ধে মামলা করে দুদক।

এর আগে ২০১৮ সালের ১২ এপ্রিল রাজধানীর সেগুনবাগিচা এলাকার একটি হোটেল থেকে ঘুষের ৫ লাখ টাকাসহ গ্রেপ্তার হন এস এম নাজমুল হক। গ্রেপ্তারের পাঁচ মাস পর জামিনে মুক্ত হন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *