বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দুর্বিত্তদের গুলিতে নিহত শহীদ দুলালের শোকাহত পরিবারকে শান্তনা দিতে ও দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুব বিষয়ক সহ-সম্পাদক, সাবেক ভিপি, একাধিক মামলায় কারা নির্যাতনের শিকার, রাজপথের অকুতোভয় সৈনিক, ঢাকা ৭ আসনের সকল পেশাজীবী গনমানুষের আস্থাভাজন – যুবদের ঐক্যের ভালোবাসার প্রতীক, জননেতা জনাব, মীর নেওয়াজ আলী নেওয়াজ।
উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠানে শুরুতেই শহীদ দুলালের প্রতি শোকাবহ সমবদনা জানান মীর নেওয়াজ আলী নেওয়াজ। তিনি তখন বলেন, দেশের উচ্চ থেকে নিম্ন সর্বস্তর ছিল অমানুষ দের দখলে, নয়তো একজন ব্যাংকার কর্মকর্তাকে কিভাবে বাসার ভিতর থেকে টেনে হেঁচড়ে নিয়ে সরাসরি গুলি করে হত্যা করে। আইন-আদালত, শিক্ষা, আর্থিক ও উন্নয়ন সহ বিভিন্ন সেক্টরে স্বৈরাচারী হাসিনা যা করে গেছে তা কখনোই বাংলার মানুষ তাকে ক্ষমা করবে না। আমরা আর চাইনা শহীদ দুলালের পরিবারের মতো বন্দ হয়ে যাক আর কোনো পরিবারের আলোর প্রদীপ। এক পর্যায়ে দেশের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে সর্বস্তরের মানুকে এগিয়ে আসার আহ্বান জানান এবং ইন্ডিয়া সুইচ গেট উঠিয়ে বাংলাদেশে পানি ঠেলে দেয়ারও করা সমালোচনা করেন। সবশেষে এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি আপনাদের যেকোনো সমস্যায় যেকোনো প্রয়োজনে আমাকে ডাকবেন সব সময় আপনাদের পাশে আছি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির প্রমুখ নেতৃবৃন্দ। অবশেষে লালবাগ, আজিমপুর সাবরা মসজিদের ইমাম সাহেবের দোয়ার মধ্য দিয়ে দোয়া মাহফিলটি সমাপ্ত হয়।