প্রধান উপদেষ্টার পক্ষে ৩ কোটি ৯৫ লাখ টাকার আনুদান গ্রহণ ত্রাণ উপদেষ্টার

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় লক্ষ্যে প্রধান উপদেষ্টার পক্ষে বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তি ও সংস্থার কাছ থেকে ৩ কোটি ৯৫ লাখ ৮৩ হাজার ৩০ টাকা অনুদানের চেক গ্রহণ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক।

বুধবার বিকালে তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে এ চেক গ্রহণ করেন।

অনুদান দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- এনসিসি ব্যাংক পিএলসি ২ কোটি টাকা, সিটি ব্যাংক ১ কোটি টাকা, সীমান্ত ব্যাংক ২০ লাখ, ইউসেফ বাংলাদেশ ১০ লাখ, বাংলাদেশ অর্থনীতিক সমিতি ১ লাখ, র‌্যাব ফোর্সেস ৫৮ লাখ ৯১ হাজার ৫০৩, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ২ লাখ ৮১ হাজার ৫০০, সেন্টার ফর ডিজঅ্যাবেলিটি ইন ডেভলপমেন্ট (সিডিটি) ১ লাখ ৮৩ হাজার ৭১০ টাকা ও মিডিয়াসফট ডাটা সিস্টেম লিমিটেড ১ লাখ ২৬ হাজার ৩১৭ টাকা

উপদেষ্টা বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *